জবা ফুল-Hibiscus Powder-(Joba ful powder)

জবা ফুল (Hibiscus) আমাদের দেশে অতি পরিচিত একটি ফুল। সাধারণত চুলের ও ত্বকের যত্নে এই ফুলের ব্যবহার পরিলক্ষিত হয়। জবা ফুলে আছে ভিটামিন সি ও এ, আলফা হাইড্রোক্সিল এবং অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের উপকারের সাথে সাথে ত্বক সুন্দর করে ।


ত্বকের যত্নে জবা ফুল


★ শুষ্ক ত্বকের নিরাময়েঃ নারিকেল তেল বা আ্যালো-অলিভ অয়েল এর সাথে জবা ফুল গুঁড়া মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি যেকোন ধরণের ফাটা দূর করতে সহায়তা করে।


★ উজ্জ্বলতা বৃদ্ধি ও বলিরেখা কমাতেঃ ২ চামচ জবা ফুলে গুঁড়া ও ৩ চামচ টক দই এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে তা প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।



★ত্বকের তৈলাক্ততা ও টক্সিন কমাতেঃ জবা গুড়া পেস্ট করে তাতে মুলতানি মাটির গুড়া ও পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের তৈলাক্ততা থেকে মুক্তি মেলে এবং ত্বকের টক্সিন বের হয়ে যায়। সপ্তাহে ২ থেকে ৫ দিন এই প্যাক ব্যবহার করা যায়।



চুলের যত্নে জবা ফুলঃ


★ খুশকি দূর করতেঃ খুশকি কমাতে জবা ফুল দারুন কার্যকর ।১ মুঠো জবা গুঁড়া+ ১ মুঠো মেহেদি গুঁড়া ও ১ চা চামচ লেবুর রস একত্রে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে খুশকি কমে যাবে।



★ অকালে চুল পাকা রোধ করতেঃ জবা ফুল গুড়ার সাথে টক দই মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে কিছু সময় রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে । এতে অকালে চুল পাকবে না।



★স্কাল্পের চুলকানি কমায়ঃ


জবা ফুলে বিদ্যমান ভিটামিন এ, সি স্কাল্পের সমস্যা কমায়। জবা ফুল গুঁড়া পানিতে ফুটিয়ে, ঠান্ডা করে সেই পানি দিয়ে চুল ধুলে স্কাল্পের চুলকানি কমে যাবে ।



এছাড়া জবা ফুলে আছে শরীরকে রোগমুক্ত করার ক্ষমতা। গবেষকরা বলেছেন, সুস্থতায় ভেষজ হিসেবে জবা ফুল সব দিক থেকে নিরাপদ। যে কোনও ব্লাড গ্রুপের সদস্যরাও এটি খেতে পারেন। সব থেকে বড় কথা হলো- শরীরে জবার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।



★ জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রয়েছে যা ব্লাড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। এই ফুলের নির্যাসে থাকা অ্যান্থোসায়ানিন লিউকেমিয়া আক্রান্ত কোষকে মেরে ফেলে। তাই নিয়মিত জবা ফুল গুঁড়া মিশ্রিত চা পান করুন।



★ যাদের যৌনশক্তি কমে এসেছে তাদের যৌনশক্তি বাড়াতে জবা গুঁড়া খুবই কার্যকরী।



★ জবা ফুল গুঁড়া আমাদের শরীরের কোলেস্টরেলের মাত্রা কমিয়ে এনে হার্টের সমস্যা দূর করে।



★ জবা গুঁড়া পানিতে মিশিয়ে নিয়মিত পাম করলে ব্লাত প্রেসার নিয়ন্ত্রণে থাকে। গবেষকরা জানাচ্ছেন, ফল পেতে দিনে তিন কাপ করে জবা ফুল গুঁড়া মিশ্রিত পানি অন্তত ছ-সপ্তাহ খেয়ে যেতে হবে।


★ জবা ফুল কোষ্ঠকাঠিন্য রোগীদের মহাষৌধ।

জবা ফুল-Hibiscus Powder-(Joba ful powder)অর্ডার করুন