বহেরা গুড়া-Terminalia Bellirica-(Bohera Gura)
বহেরা অতিপ্রাচীন এবং অত্যধিক ঔষধি গুণসম্পন্ন একটি শক্তিশালী ভেষজ ফল। আয়ুর্বেদের প্রতিটি ঔষধে এর ব্যবহার রয়েছে। এটি শরীরকে রোগমুক্ত করে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এটি চুলের সমস্যা দূর করতেও যথেষ্ট কার্যকর।
নিয়মিত বহেরা মিশ্রিত পানি পান করলে মানবদেহ রোগমুক্ত হয় এবং আয়ু বাড়ে।বহেরায় আছে অভাবনীয় রোগ নিরাময় ক্ষমত। যেমনঃ
বহেরা পুরনো আমাশয় এবং আমাশয়জনিত সকল সমস্যা দূর করে। এক্ষেত্রে ১ গ্লাস পানিতে ১ চামচ বহেরা গুঁড়া মিশিয়ে প্রতিদিন সকালে সেব্য।*
শ্লেষ্মাজনিত অসুস্থতা দূর করতে বহেরা কার্যকর। ঘি অল্প গরম করে তাতে আধা চা চামচ বহেরা গুঁড়া মিশিয়ে পুণরায় গরম করুন। এরপর তাতে মধু মিশিয়ে চেটে খান
বহেড়া গুঁড়ার সাথে ডালিম পাতার রস মিশিয়ে খেলে কৃমি সমস্যার সমাধান হয়।
বহেরা গুঁড়া সেবনে ইন্দ্রিয়াঙ্গের দুর্বলতা দূর হয়।
এছাড়াও চুলের সমস্যা সমাধানে বহেরা অত্যন্ত কার্যকর।
বহেরা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। চুল মজবুত করে। চুল ভাঙা ও চুল পড়া কমায়।
অকালে চুল পাকা রোধ করতে ১কাপ কুসুম গরম পানিতে বহেরা গুঁড়া অন্তত দুঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর তা ছেঁকে সেই পানি দ্বারা চুল ধুয়ে ফেলুন। *
নিয়মিত ব্যবহারে অকালে চুল পাকা বন্ধ হবে।
টাক পড়া সমস্যায় বহেরা গুঁড়া পানির সাথে মিশিয়ে মাথার তালুতে লাগান।
সর্তকতাঃ মাথার তালুর ত্বকে কোনো প্রকার চর্মরোগ এলার্জি থাকলে বহেরা ব্যবহার না করাই ভালো।
বহেরা গুড়া-Terminalia Bellirica-(Bohera Gura)অর্ডার করুন