মৌরি গুড়া-Fennel Seed Powder-(Mouri Gura)
সাধারণত আচার তৈরীতে আমরা মৌরি ব্যবহার করে থাকি।মৌরি খনিজ লবণসমৃদ্ধ একটি বীজ। , ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাংগানিজ, ভিটামিন সি, আয়রন, সেলেনিয়াম আর ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান আছে এতে।
মৌরির উপকারিতাঃ
মৌরি দেহের ভেতর জোলাপ বা ল্যাক্সিটেভ তৈরী করে। পানিমিশ্রিত মৌরি পেট ফাঁপা এবং পেট ব্যথার জন্য উপকারী
মৌরি প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে। মৌরি হজমের গোলযোগ এবং পেটের গ্যাস কমাতে সহায়ক। এটি খাবার হজমে সাহায্য করে।
মৌরিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্ল্যাভনয়েড, ও ফাইবার ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকরী।
মৌরি কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে। আধা চা চামচ মৌরি গুড়া কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। কোষ্ঠকাঠিন্য সেরে যাবে।
মৌরি তে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখে গ্লুকমার মত সমস্যা নিয়ন্ত্রণ করতে মৌরি সাহায্য করে।
নিয়মিত মৌরি খেলে স্ট্রোক এবং হার্টঅ্যাটাকের ঝুঁকি কমে।
হাঁপানি, সর্দিকাশি এবং ব্যাথা যন্ত্রনা আমাদের নিত্যদিনের সঙ্গী । মৌরি থেকে এইসমস্ত অসুখের ঔষধ হিসেবে কাজ করে।
ত্বকের যত্নে মৌরি গুঁড়ার প্যাকঃ
মৌরি গুঁড়া+ মুলতানি মাটি গুঁড়া+ আলু গুঁড়ার প্যাক ত্বকে নিয়মিত ব্যবহারে উজ্জ্বলতা বৃদ্ধি পায়
পানি ফুটিয়ে ঠান্ডা করে তাতে মৌরি গুঁড়া ও টকদই মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
চুর যত্নে মৌরি গুঁড়াঃ
মৌরি গুঁড়া+ মেথি গুঁড়া+ আমলকি গুঁড়া ও টকদই এর মিশ্রন চুলে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়ে চুল পড়া কমে যায়।
মৌরি গুড়া-Fennel Seed Powder-(Mouri Gura)অর্ডার করুন