যষ্টি মধু গুড়া-Liquorice Powder-(Josti Modhu Gura)
যষ্টিমধু মূলত একটি গাছের শেকড়। আয়ুর্বেদিক শাস্ত্রে যষ্টিমধুর লোকজ ব্যবহারের ব্যাপারটি অনেক পুরোনো। হারবাল ঔষধ তৈরীর অন্যতম এ উপাদানটি স্বাস্থ্যরক্ষা ছাড়াও রূপচর্চায় বহুল ব্যবহৃত। অর্থাৎ আমাদের সুস্থ জীবনযাপনে যষ্টিমধুর ভূমিকা অনেক। এতে আছে ক্যালোরি, ভিটামিন-বি, ম্যাঙ্গানিজ,আয়োডিন, সুগার, ক্রোমিয়াম ও জিঙ্ক এর মতো পুষ্টি উপাদান
স্বাস্থ্যরক্ষায় যষ্টিমধুঃ
যষ্টিমধু টনসিল ও গলাব্যথা ও সর্দিকাশি কমায়। বুকে জমে থাকা পুরনো কফ পরিষ্কার করে।
কন্ঠনালী পরিষ্কার রাখে ও কন্ঠ শ্রুতিমধুর করে।
ফুটানো গরম পানিতে যষ্টিমধু গুড়া ভিজিয়ে ঠান্ডা করে তাতে মধু মিশিয়ে পান করলে এসিডিটি থেকে পরিত্রাণ মেলে।
স্মৃতিশক্তি বাড়াতে যষ্টিমধু মিশ্রিত দুধ খুবই কার্যকরী।
যষ্টিমধুতে থাকা গ্লাইসিরাইজিন লিভারকে বিষাক্ততার কবল থেকে রক্ষা করে।
মৃগী রোগের চিকিৎসায় সামান্য যষ্টিমধুর সাথে আধাকাপ পাকা চালকুমড়ার রস নিয়মিত সেবনে কার্যকরী ফলাফল পাওয়া যায়।
যষ্টিমধু টিউমার প্রতিরোধক হিসেবে কাজ করে।
যষ্টিমধু সেবনে যৌন সমস্যা থেকেও মুক্তি মেলে
ত্বক ও চুলের যত্নে যষ্টিমধুঃ
যষ্টিমধুর গুড়া+ মুলতানি মাটি+ লেবুর রস একত্রে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের তৈলাক্ততা ও দাগ দু’টোই কমে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি তে যষ্টিমধু গুড়া+ ঘি মিশ্রিত প্যাক যথেষ্ট কার্যকরী ।
যষ্টিমধুর সাথে অলিভ অয়েল মিশিয়ে নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিক ভাবে উজ্জ্বল হয় এবং এটি তারুণ্যকে ধরে রাখতে সহায়ক।
যষ্টিমধু গুড়া+ তিলের তেল+ আমলকি গুড়ার প্যাক চুল পড়া বন্ধ করে এবং খুশকি হওয়া আটকায়। এটি চুলকে গোড়া থেকে মজবুত করে।
যষ্টি মধু গুড়া-Liquorice Powder-(Josti Modhu Gura)অর্ডার করুন