শিকাকাই গুড়া-Acacia concinna-(Shikakai Powder )
শিকাকাই একটি ঝোপ জাতীয় গাছের ফল যা চুল ও ত্বক পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়ে আসছে বহুকাল আগে থেকে। একে হেয়ার ফ্রুট ও বলা হয়ে থাকে। শিকাকাই তে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন এ, সি, ডি, ই ও কে। এবং এটি প্রচুর পরিমান অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। ফলে একই সাথে চুল এবং ত্বক পরিচর্যায় এটি অনন্য।
শিকাকাই এর উপকারিতাঃ
চুল ও ত্বক পরিষ্কার করতে শিকাকাই প্রাকৃতিকভাবে শ্যাম্পু ও সাবান এর কাজ করে।
এতে বিদ্যমান অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনসমূহ চুল এবং ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়, স্বাস্থ্যকর করে তোলে।
শিকাকাই এ আছে অ্যান্টি-ফাঙ্গাল প্রপার্টি যা শরীর ও মাথার ত্বককে জীবানুমুক্ত রাখে। মরা চামড়া দূর করে। ফলে খুশকি ও চুলকানি হয় না।
শিকাকাই চুলকে মজবুত ও ঘন করে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।
অকালে চুল পাকা প্রতিরোধ করে এবং চুল কালো করে।
চুলের যত্নে শিকাকাইঃ
শ্যাম্পু হিসেবে চুল পরিষ্কারে শিকাকাই গুঁড়া+রিঠা গুঁড়া ও আমলকি গুঁড়া একত্রে পানির সাথে মিশিয়ে পাতলা পেস্ট করে মাথার তালুতে ঘষুন। এতে মাথার ত্বক ও চুল পরিষ্কার হবে। এক্ষেত্রে শুধু শিকাকাই গুঁড়া পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
চুল মজবুত ও ঘন করতে শিকাকাই গুঁড়ার সাথে নারকেল তেল মিশিয়ে গরম করে তা মাথার তালুতে ম্যাসাজ করুন।
১চামচ শিকাকাই গুঁড়া + ১চামচ রিঠা গুঁড়া ও সামান্য একটু লেবুর রস একসাথে পেস্ট করে মাথার তালুতে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের খুশকি দূর হবে।
ত্বকের যত্ন শিকাকাইঃ
প্রাকৃতিক বডিয়াশ হিসেবে রিকাকাই ত্বক পরিষ্কার করে। ভাতের মার ঠান্ডা হলে তাতে শিকাকাই গুঁড়া মিশিয়ে শরীরে ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়।
শিকাকাই গুড়া-Acacia concinna-(Shikakai Powder )অর্ডার করুন