সোনা পাতা গুড়া-Senna Powder-(Sona Pata Gura)
সোনাপাতা গুঁড়াঃ রসুলে পাক (সা.) এরশাদ করেন, ‘যদি কোনো জিনিসের দ্বারা মৃত্যু থেকে রক্ষা পাওয়া যেত তবে তা সোনাপাতার দ্বারা পাওয়া যেত।’ তোমরা অবশ্যই সোনাপাতা ব্যবহার করবে, কেননা এটা মৃত্যু ব্যতীত সব রোগের শেফাদানকারী মহৌষধ।’ – ( আত-তিরমিযী, হাদিস নং ২০৩১)। সোনা পাতায় বিদ্যমান বিভিন্ন রাসায়নিক উপাদানগুলির কারণে এটা প্রধানত জোলাপ বা রেচক হিসেবে বেশী ব্যবহৃত হয়। কোষ্ট-কাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে। সোনা পাতায় বিদ্যমান এনথ্রানয়েড রেচক হিসেবে উদ্দীপনা যোগায় এর কারণ হল সেনোসাইড এবং রেইন এনথ্রোন হজম প্রক্রিয়াকে প্রক্রিয়াকে সক্রিয় করে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে সোনা পাতা ভেষজ হিসেবে সরাসরি ব্যবহারের চাইতে এর গুড়া নিয়মিত খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার হয়। ওজন হ্রাসের জন্য, অন্ত্রের বাড়তি আবর্জনা পরিষ্কার করতে এবং রক্তকে পরিশুদ্ধ করতে সোনা পাতার গুড়ার তুলনা নেই।
সোনাপাতা গুঁড়া খাওয়ার উপকারিতাঃ
কৌষ্ঠ্যকাঠিন্য উপশমে সোনাপাতা গুঁড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সোনাপাতায় বিদ্যমান এনথ্রানয়েড রেচক হিসেবে কাজ করে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে।
এটি গুঁড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভুমিকা রাখে।
এটি অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-আলসার হিসেবে কাজ করে থাকে।
এটি দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।
চুলকে নরম, সিল্কি এবং মজবুত করে।
ত্বকের ইরিটেশন ও ব্রণ দূর করে।
কুইনোন সাইটোটক্সিক এবং কোষ পুনরুদ্ধার-এ রিজেনারেশনে উদ্দীপনা জাগায়, ডিটক্সিফিকেশন এবং পরিষ্কারক হিসেবেও কাজ করে।
সোনা পাতার চা: সোনা পাতার চা খেতে সামান্য মিষ্টি এবং অধিক তিতা যদি কড়া করে বানানো হয়। তাই, সাধারণ চায়ের সাথে মিশিয়ে খাওয়া যায়।
সোনা পাতা গুঁড়া সেবনবিধিঃ প্রতিদিন রাতে হাফ চা চামচ সোনাপাতা গুঁড় হাফ গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেকে নিয়ে অল্প পরিমাণ গরম পানি মিশিয়ে চায়ের মত পান করুন।
সতর্কতাঃ আমাশয় এবং অন্ত্রের সমস্যায় সোনাপাতার গুঁড়া ব্যবহার করা উচিত নয়।
সোনা পাতা গুড়া-Senna Powder-(Sona Pata Gura)অর্ডার করুন