হরিতকি গুড়া-Myrobalan Powder-(Hortoki Powder)

আয়ুর্বেদিক শাস্ত্রে ত্রিফলা নামে পরিচিত তিনটি ফলের একটি হরতকি। হরিতকি গাছকে ভেষজ চিকৎসকরা মায়ের সঙ্গে তুলনা করেন। তারা বলেন, মানুষের কাছে এ বৃক্ষ মায়ের মতোই আপন। মানুষের শরীরের সব রোগ হরণ করে বলেই প্রাচীন শাস্ত্রকাররা এর নাম দিয়েছেন হরিতকি। হরিতকি তে আছে ট্যানিন, ফ্রুকটোজ, অ্যামাইনো এসিড ও বিটা সাইটোসিন এর মত উপাদান।

  • হরিতকি গুঁড়া পানির সাথে মিশিয়ে পান করলে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।

  • এটি চুলকে মজবুত ও সিল্কি করে।

  • হৃদরোগ, আমাশয় ও জন্ডিস নিরাময়ে হরিতকি অত্যন্ত কার্যকর।

  • হরিতকি অন্ত্র পরিষ্কার করে এবং দেহে শক্তি বৃদ্ধি করে। শারীরিক অবসাদ দূর করে।

  • এটি হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম এবং অস্বাভাবিকতা দূর করে।

  • ব্লাড প্রেসার কমায়।

  • হরিতকি পরজীবিনাশক ওস্নায়ুবিক শক্তিবর্ধক।

  • এতে থাকা অ্যানথ্রাইকুইনোন রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

  • এটি ঋতুস্রাবের ব্যাথা কমাতে সহায়ক।

  • ওজন কমাতে সাহায্য করে।

সেবনবিধিঃ

  • ৫-৬ গ্রাম হরিতকি গুঁড়া ঘোলের সাথে লবন মিশিয়ে নিয়মিত পান করলে পাইলস নিরাময় হয়। অথবা আখের গুড়ের সাথে হরিতকি গুঁড়া মিশিয়ে খেলেও প্রতিকার হয়।

  • গলার স্বর বসে গেলে মুথা ও হরিতকি গুঁড়া যোয়ানের সঙ্গে পান করলে স্বর স্বাভাবিক হয়।

  • এলার্জি কমাতে হরিতকি গুঁড়া পানিতে ফুটিয়ে সেই পানি পান করুন।

  • রাতে শোবার আগে পানিতে হরিতকি গুঁড়া, সামান্য বিট লবন, দ্বারচিনি ও লবঙ্গ পানিতে মিশিয়ে পান করলে পেট পরিষ্কার থাকবে।

হরতকি গুড়া-Myrobalan Powder-(Hortoki Powder)অর্ডার করুন